
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় (YPL) ইয়ুথ প্রিমিয়ার লীগ টি-২০ ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড উত্তর খাইলকুর এলাকার বটতলা মাঠে ৩ মার্চ রবিবার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ১১ তম আসরের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে ডিজাইন একাদশের মুখোমুখি হয় ইয়াংস্টার মৌচাক।ফাইনালের এই ম্যাচটি উদ্বোধন করেন জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম। হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলায় ইয়াংস্টার মৌচাককে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডিজাইন একাদশ।দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন ডিজাইন একাদশের রকি।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইয়াংস্টার মৌচাক।
উক্ত ফাইনাল ক্রিকেট খেলায় ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খান উপ- পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ জিএমপি, মাকসুদুর রহমান সহকারী পুলিশ কমিশনার গাছা ও পুবাইল জোন জিএমপি, মোঃ শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা গাছা থানা জিএমপি অধ্যক্ষ মহিউদ্দিন মহি সভাপতি গাছা থানা আওয়ামী লীগ, হাজী আদম আলী সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ,স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম,হাজী মনিরুজ্জামান মনির, মোঃইকবাল হোসেন মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনাহেনা,যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার,ছাত্রলীগ নেতা মানিক পাঠানসহ আরো অনেকে।
সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মাঠে উপস্থিত হয়ে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন।অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন,খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে।খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকা যায়।তিনি বলেন, দুঃখজনক হলেও সত্যি আজকে আমাদের যুব সমাজের অনেকেই নেশার দিকে ধাবিত হচ্ছে। এই খেলাধুলার মাধ্যমেই নেশা থেকে যুব সমাজকে ফিরে আনা সম্ভব।
তিনি এ ধরনের খেলাধুলার আয়োজনের উপর গুরুত্ব প্রদান করেন এবং জনপ্রিয় এই ক্রিকেট খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।অনুষ্ঠান শেষে বিজয়ী দল ডিজাইন একাদশের হাতে ট্রফি তুলে দেন আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।পরে সন্ধ্যায় এউপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেশের খ্যাতনামা সংগীত শিল্পীগণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
Discussion about this post