নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জেরে গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মৈরান এলাকার বাসিন্দা৷ আনন্দ টেলিভিশনের সাংবাদিক আনিসুল ইসলাম ও তার পরিবারকে বসত বাড়ির সামনে এসে আদিব ও তার সহযোগীরা বোম মেরে বসত বাড়ি উড়িয়ে দিবে এবং হ’ত্যার হু’মকি দেন।
জানা যায় মৈরান এলাকায় তিন ক’ণ্যা সন্তান ও স্ত্রী-সহ পৈত্রিক ভিটেমাটির উপর নির্মিত বসতবাড়িতে স্থা’য়ী ভাবে বসবাস করেন। জমিজমা সংক্রা’ন্ত বিরোধের জেরে আদিব ও তার সহযোগীরা আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বাড়ি এসে হু’মকি প্রদান করেন।এতে পরিবার নিয়ে শ’ঙ্কায় রয়েছেন বলে জানান তিনি এবং তার পরিবার।
এ বিষয়ে নিরাপত্তা চেয়ে আনিসুল ইসলাম মহানগরীর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে তিনি উল্লেখ করেন পূর্ব শত্রুতার জেরে আদিব ও তার সহযোগীরা বাড়িতে এটম বোমা নিক্ষেপ করে বাড়ি ঘড় উড়িয়ে দিবে। একই সময় স্ত্রী-সন্তানদের কু-পিয়ে হ’ত্যার কথাও বলেন আদিব। এ নিয়ে হতাশাগ্র’স্থ হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন সাংবাদিক আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
তিনি বলেন মৈরান এলাকার পৈত্রিক প্রায় ৯২ শতাংশ জায়গা ও পারিবারিক গোরস্থান (কবরস্থান) নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশির সাথে বিরোধ চলে আসছে, এ নিয়ে প্রায় সময় প্রতিপক্ষরা (আদিব) আমি এবং আমার পরিবারকে কটুক্তি করে মানহানিকর কুৎসা রটিয়ে আসছে স্থানীয়দের মধ্যে। কখনওবা ভূয়া সাংবাদিক বলেও কটাক্ষ করেন আদিব ও তার সহযোগীরা। যা আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের জন্য মানহানিকর তূল্য বলেও জানান তিনি।
এ বিষয়ে সু’স্থ তদন্ত পূর্বক স্থানীয় পুলিশের নিকট আইনি সহায়তা কামনা করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এদিকে এবিষয়ে জানতে অভিযুক্ত আদিলের সাথে যোগাযোগ করতে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গাছা থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞে’স করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদ’ন্ত করে ব্যব’স্থা নেব।
Discussion about this post