
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসীর হামলায় গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদের হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতরা হলেন সৌরভ (২২), ইয়াকুব (২৪), শুভ শাহরিয়া (১৬), কাশেম (১৭) ও হাসান (২২)।
আহতদের মধ্যে শুভ শাহরিয়া গাজীপুরের সাইন বোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে। গাজীপুর গাছা থানার শরিফপুরের মেহের আলীর ছেলে ইয়াকুব। সৌরভ টঙ্গি পূর্ব থানার মধুমিতা রোডের গণেশ ঘোষের ছেলে। কাশেম গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকার মৃত হাজ্বী জামালের ছেলে ও হাসান জয়দেবপুরের জোড়পুকুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
এ বিষয়ে আহত সৌরভের বন্ধু পিয়াস জানান, “রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে প্রবেশ করে। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।”
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলমান রয়েছে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তাঁরা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন।
পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত পাঁচ-জনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতী নিয়ন্ত্রনে আনে।সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজনকে মারধর করার চলচিত্র।
Discussion about this post