
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের দুটি পৃথক কারাগারে দুই কয়েদির মৃ‘ত্যু হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ দুলাল উদ্দিন (৫০) এবং গাজীপুর জেলা কারাগারে ওমর ফারুক (৩৩) মারা গেছেন।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে দুলালের মৃ‘ত্যু হয়, দুলাল উদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কেন্দুয়াব গ্রামের বাসিন্দা। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার তরিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে দুলাল উদ্দিন বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ‘ত ঘোষণা করেন।
অন্যদিকে, গাজীপুর জেলা কারাগারে ওমর ফারুক নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন। তিনি কাপাসিয়া উপজেলার বীর উজলী গ্রামের বাসিন্দা ও আলমগীর হোসেনের ছেলে।
২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওমর ফারুক সম্প্রতি কারাগারের এক কর্মকর্তাকে মারধর করায় নতুন আরেকটি মামলায় আসামি হন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, মঙ্গলবার ভোররাতে কারাগারের একটি সেলে কম্বল পেঁচিয়ে ফাঁস দেন ওমর ফারুক। বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা দ্রুত তাকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ‘ত ঘোষণা করেন।
জেল সুপার আরও বলেন, ওই ঘটনায় ডিআইজি প্রিজন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এর জেল সুপার আল মামুন। অন্য দুজন সদস্য হলেন কিশোরগঞ্জ কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।
Discussion about this post