
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকায় বোর্ড বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার ৮ জানুয়ারি ভোর ৪.৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ওষুধের দোকান সহ দুটি মুদি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার জানায়,বাজারে পাহারা দেওয়ার সময় হঠাৎ করে তিনি ওষুধের দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ওষুধের দোকানে থাকা প্রায় কোটি টাকার ঔষধ পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে যায় এবং দুটি দোকানে থাকা কোটি টাকার মোদি মালামালও পুড়ে ছাঁই হয়ে যায়।কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটি নাশকতা না অন্য কোনো কারণ সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে ওষুধের দোকানের মালিক ডাক্তার মহসিন জানান,তার দোকানে প্রায় কোটি টাকার ঔষধ রক্ষিত ছিল,সব পুড়ে ছাঁই কোন কিছুই অবশিষ্ট রইল না।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,আগুন লাগার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post