
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় কাশেম সুইটসমিট নামে একটি মিষ্টির দোকানে ক্রেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দোকান মালিক আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, জাহিদ আমাদের একজন সদস্যের আত্মীয়। তিনি কিশোরগঞ্জ থেকে তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। পরে তিনি বোর্ডবাজার এসে মিষ্টি কেনার জন্য ওই দোকানে ঢুকেন। এসময় মিষ্টির দাম কমবেশি নিয়ে দোকানির সাথে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দোকান মালিক আবু তালেবসহ তার কর্মচারীরা জাহিদকে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে গাছা থানার এসআই এহসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে জাহিদকে আহত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত দোকান মালিক আবু তালেবকে আটক করে।
এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, অভিযুক্ত এ ধরণের কর্মকান্ড আর করবেন না মর্মে লিখিত মুছলেকা দিয়েছেন। এর পর তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
Discussion about this post