নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন,গাজীপুর মহানগরীর পূবাইল থানার মারুকা গ্রামের মোঃ ইউনুস আলী মাসুদের ছেলে,মোঃ মেহেদী হাছান জনি (২৯),গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার শিলমুন জাম্বুরাটেক এলাকার মোঃ ওহাব আলীর ছেলে রাকিবুল ইসলাম ফাহিম (২৪),কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাউফুল গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ হাসান (২৮),বর্তমানে টঙ্গী পূর্ব থানা দিন নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান,শনিবার দিবাগত রাতে মাজুখান পশ্চিম পাড়া এলাকায় সাকিনস্থ জনৈক হামিদুর রহমানের মেসার্স সোলাইমান এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে এসআই উত্তম কুমার সূত্রধর এর নেতৃত্বে এক দল পুলিশ তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি লোহার তৈরি দা একটি স্টিলের তৈরির সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরি ,ডাকাতির একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post