নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজীরপুকুর এলাকার একটি বাড়ী থেকে আইরিন আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে।
বুধবার বিকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানায়, আইরিন পোশাক শ্রমিক মা-বাবার সাথে স্থানীয় শালিম হাজীর বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ঘটনার দিন সকালে মেয়ে আইরিনকে একা ঘরে রেখে তারা কর্মস্থলে চলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে অন্য ভাড়াটিয়ারা এসে আইরিনকে ডাকাডাকি শুরু করেন। এতে রুমের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আইরিনের মা-বাবাকে মুঠো ফোনে বিষয়টি জানানো হয়। পরে তারা কর্মস্থল থেকে এসে অন্য ভাড়াটিয়াদের সহযোগীতায় গাছা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান আইরিন ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকতার্ গাছা থানার এসআই শিবলু মিয়া জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আইরিন আত্মহত্যা করেছে। এর পরও প্রেম সম্পর্কিত কোন ঘটনার জেরে বা কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post