
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের গাছা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষামূলক অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। পহেলা মার্চ ২০২৫ ইংরেজি শনিবার বিকাল ৩টায় গাছা প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় চিত্রাংকন প্রতিযোগিতা, প্রবন্ধ আবৃত্তি, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করেন আগত অতিথীরা।
গাছা প্রেস ক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি মোহাম্মদ রাশেদ। সঞ্চালনায় ছিলেন গাছা প্রেসক্লাব সদস্য টিটু কান্তি কর ও সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলী মোহাম্মদ রাশেদ বলেন গাজীপুরে গাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে কোমলমতি শিশুদের নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ব্যতিক্রম একটি উদ্যোগ নেয়ার জন্য গাছা প্রেস ক্লাবের সকল সাংবাদিক কে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, বর্তমান সময়ে মাঠ কমে যাওয়ায় ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। বাচ্চাদের যদি খেলাধুলায় আগ্রহ বাড়ানো যায় তাহলে মোবাইল ফোনে আসক্ত কমে যাবে। বাচ্চারা একটি সুস্থ পরিবেশ পাবে বলে মনে করছেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন গাছা থানা জামাত ইসলামের আমির মোঃ মিয়াজ উদ্দিন মাস্টার, গাছা থানার সাবেক সভাপতি বিএনপির আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি ফারুক খান ৩৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম, জামাতে ইসলামের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার আসাদুজ্জামান, গাছা থানা জামাতে ইসলামের সদস্য আব্দুর রশিদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি এমারত হোসেন বকুল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান ময়না, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রাকিব হাসান, আব্দুল হালীম মাস্টার ও আব্দুল খালেক।
শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টিটু’স টিউটোরিয়াল ও ই- সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
শিক্ষা কার্যক্রমে আকর্ষণীয় পুরস্কার ছিল বাইসাইকেল, গাজীপুর শাহীন ক্যাডেটের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতিহা মুনতাহা সহ ৬৫ শিক্ষার্থীকে ৩৪ টি স্কুলের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
Discussion about this post