
নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিনিয়ার ইদ্রিস খান ও সাবেক গাছা থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মমিনের আয়োজনে গাজীপুরের বোর্ডবাজারে জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেল সারে ৪টায় নগরীর বোর্ডবাজার ছাত্রদল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমানের সভাপতিত্বে, জিয়াউর রহমানের আত্মজীবনী ও রাজনৈতিক জীবনী বিরয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি, আসাদুজ্জামান আসাদ।
৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায়, এ আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।
দোয়া অনুষ্ঠানে জিয়াউর রহমানের সংক্ষিপ্ত আত্মজীবনী বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাছা মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা শফিক।
এছারা আরো বক্তব্য রাখেন- নগরীর ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, স্বপনসহ অন্যরা।
দোয়ায় অংশিজন হিসেবে উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নয়ন সরকার, ছাত্রদল নেতা গোলাম রাব্বানি, নাজমুল, হামিম, আদর, মিথুনসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয় নেতাকর্মীদের মাঝে।
Discussion about this post