নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চা’পায় পিতা -পুত্র সহ অটোরিকশায় থাকা ৪ যাত্রী নি’হত হয়েছে। অটোরিকশা চালক মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নিহতরা সকলেই একই এলাকার বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন।
সোমবার-১৯ ফেব্রুয়ারী-ভোর সাড়ে ৬ টার দিকে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল(৬৫) একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্বাস আলী(৬৩)ও ছেলে জাহিদুল ইসলাম(৩৫)ভাউমান গ্রামের মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী(৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে একই বাড়ির পিতা -পুত্র সহ চারজন একত্রে প্রতিদিনের মতো অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন । এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে মহাসড়কের সার্ভিস লাইনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক-ঢাকা মেট্রো-ড ,নং- ১৪-১৫৪৫ অটোরিকশাকে মুখোমুখি ভাবে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলামের পিতা আব্বাস আলী গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা । অটোচালক রমজান আলী-৪০-ঢাকা পঙ্গু হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি আছেন। সড়ক দূর্ঘটনায় ভাউমান -টালাবহ গ্রামের চারজন নিহতের খবর পৌঁছালে এলাকাবাসীর মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
Discussion about this post