নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নবগঠিত গাজীপুর মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, ১৫-১১-২০২৩ ইং রোজ বুধবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোছাদ্দিকুর রহমান (হাজী মুছা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনউদ্দিন সরকার রানা, সাংগঠনিক সম্পাদক মাজনুন মাসুদ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের মো. লোকমান হোসেন, শাহিন গাজী,মো. আবির চৌধুরী, মো. শরীফ ওমর টুটুল, মাওলানা মো. আব্দুল হালিম,মো. আবুল কাসেম, মো.মাহবুবুল আলম (রবিন), মাহবুব আলম রাহাত,এস এম মেহেদী হাসানসহ অনেকেই।
মতবিনিময় সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস উদযাপন এবং আগামীতে মানব কল্যানে কি কি কর্মসূচি হাতে নেয়া যায়, এসব বিষয়ে আলোচনা হয়।
Discussion about this post