শরীফ ওমর টুটুল:গাজীপুর মহানগরীর পূবাইলে তরঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্ধর্ষ চুরির এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোববার পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডের উধুর এলাকায় দিবাগত রাত অনুমানিক ২টা থেকে তিনটার মধ্যে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান পল্লী বিদ্যুতের লোডশেডিং, আইন শৃঙ্খলার অবনতি চোর ডাকাতের দৌরাত্ম্য সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছে পূবাইল বাসী।অন্যদিকে ঘন ঘন চুরি ও ডাকাতির ঘটনাকে পূবাইলে আইনশৃঙ্খলার চরম অবনতি বলে আখ্যায়িত করেছেন এলাকাবাসী।
পূবাইল ৪১ নং ওয়ার্ডের কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির সভাপতি নিবাস চন্দ্র দাস জানান চোরেরা অফিসের সামনে সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ত্রিশ হাজার টাকা ও বিভিন্ন খাতাপত্র তছনছ করে ছিঁড়ে ফেলে রেখে যায়। ভোরে প্রতিবেশী হরিশ চন্দ্র অফিসের সাটার খোলা দেখে জানালে পুলিশকে খবর দিই।
জানা যায়, গত কয়েক সপ্তাহের ব্যবধানে পূবাইলের একই ওয়ার্ডের এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি, এক বাড়িতে চুরি,দুই বাড়িতে অন্তত চুরির চেষ্টা, সর্বশেষ তরঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড অফিসে চুরি সংঘটিত হলো ।
পূবাইল থানার এস আই সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি থানায় জিডি হয়েছে।
Discussion about this post