নিজস্ব প্রতিবেদক:প্লাস্টিক দূষণ সমাধানে,সামিল হই সকলে’এই প্রতিপাদ্য এবং ‘সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ’এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন গাজীপুরের আয়োজনে ৫ জুন (সোমবার) নগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়া। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।
উপ-পরিচালক মো: নয়ন মিয়া তার বক্তব্যে বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, দূষণকারীদের কোনো ভাবেই ছাড় পাওয়ার সুযোগ নেই। একই সাথে তিনি সবাইকে ব্যক্তিগত ভাবেও সচেতন হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রশাসনেরে একার প্রক্ষে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়, সকলকেই পরিবেশ দূষণের ব্যাপারে সজাগ এবং সচেতন থাকতে হবে। একই সাথে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর ব্যাপারে আহ্বান জানান।
আলোচনা সভার শেষে নগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে মূল ফটোকে বৃক্ষ বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post