ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ-তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজন করছে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা, অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগ জামাতের সাথীরা।
তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বাদ মাগরিব আম বয়ান করবেন, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার সূচনা হবে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় ইজতেমার বিভিন্ন খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে।
দুই ধাপে বিশ্ব ইজতেমা
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, এবারের বিশ্ব ইজতেমা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুটি পর্বই শুরায়ে নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রথম পর্বে দেশের ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশ নেবে, আর দ্বিতীয় পর্বে ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন, সাধারণত বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু হয়। তবে অনেকে প্রশ্ন করেন, কেন বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু হচ্ছে? এর ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা আরবি তারিখ অনুসরণ করি। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের নামাজের পর থেকেই নতুন দিন শুরু হয়। তাই বৃহস্পতিবার মাগরিবের পরই আনুষ্ঠানিকতা শুরু করা হচ্ছে, যা ইসলামী ক্যালেন্ডারের হিসেবে শুক্রবারের সূচনা।”
ইজতেমা ময়দানে মুসল্লিদের জমায়েত ইজতেমায় অংশ নিতে সকাল থেকেই তুরাগ তীরে জড়ো হচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। ইতোমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের সাহেব। ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে এই বৃহৎ ধর্মীয় জমায়েতের প্রথম পর্ব শেষ হবার কথা রয়েছে।
Discussion about this post