ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুর নগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে গণসমাবেশের আয়োজন করেছেন কর্মহীন শ্রমিকরা। মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুর ২টায় কাশিমপুরের শ্রীপুর সান সিটি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, গত সপ্তাহে একই দাবীতে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। তাদের দাবি আদায়ের লক্ষ্যে টিম লিডারদের নেতৃত্বে একাধিক শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। মোহাম্মদ মামুনুর রশিদ ফিনিসিং কোয়লিটি ইনচার্জ গণমাধ্যমকে জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন (লাগাতার) কর্মসূচি অব্যাহত থাকবে।
গণসমাবেশের আগে শ্রমিকরা লিফলেট বিতরণ করে এই কর্মসূচি প্রচার করেছেন। লিফলেটে বলা হয়েছে, “সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে একত্রিত হোন। আমাদের প্রতিষ্ঠানের ৪২ হাজার পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আমরা একযোগে কাজ করব।”
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটির ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়।
প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। শ্রমিকদের মতে, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এ অবস্থায়, তাদের একমাত্র দাবি কারখানাগুলো পুনরায় চালু করা।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব সত্যতা নিশ্চিত করে বলেন শ্রমিকদের সামলাতে হিমশিমে রয়েছেন পরে বিস্তারিত জানানো হবে।
Discussion about this post