ফাহিম ফরহাদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার আওতাধীন পারিজাত এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝুটের গোডাউনটি পুরোপুরি পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনা ঘিরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
Discussion about this post