ফাহিম ফরহাদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানার হারিবাড়ির টেক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। একইসাথে জব্দ করা হয়েছে ম্যাগজিনসহ ১রাউন্ড গুলি ও ৪’শ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
আটক মাদক কারবারি নাদিম (৪৫) সে পূবাইল ৪১নং ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমানের পূত্র।
বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণমাধ্যমকে।
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলা মনির বাসা থেকে আটক করা হয়। সে সময় ওই ঘর তল্লাসি করে ইটালির তৈরি ১টি পিস্তল, ১রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথাও জানায় পুলিশ।
Discussion about this post