নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডে “স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে” বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ৫১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ কামাল উদ্দিন ও সম্পাদক মোঃ শাহ্জাহান।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কাউছার হোসেন ও সঞ্চালক হিসেবে ছিলেন, মোঃ মিনহাজ উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা কর্মজীবী দলের সভাপতি মোঃ আজিজুল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাছা থানা কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের ও গাছা থানা কর্মজীবী দলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির,৩৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবি মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এমন কোন কাজ করা যাবেনা যেই কাজে অসহায় খেটে খাওয়া মানুষের কষ্টের কারণ হতে পারে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩৬ নং ওয়ার্ড কর্মজীবী দল অসহায় খেটে খাওয়া মানুষ পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মমুখী শিক্ষার আয়োজন করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
Discussion about this post