নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে এক প্রবাসির টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবলীগ নেতা পরিচয়দানকারী এক ব্যাক্তির বি’রুদ্ধে। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর কুনিয়া টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ কাজে সরাসরি জড়িত উল্লেখ করে গাজীপুরের গাছা থানার ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুরের আব্দুল মজিদ ও জয়নব বিবির ছেলে ইটালী প্রবাসি আজিজুল রহমান, নগরীর গাছা থানার অফিসার ইন-চার্জ বরাবর অভিযুক্ত ব্যাক্তির বি’রুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যাক্তি হলেন নগরীর গাছা থানার কুনিয়া টেকপাড়ার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. মজিবুর রহমান (৪০)। তিনি স্থানীয় যুবলীগের রাজনিতির সাথেও জড়িত বলে জানান স্থানীয়রা। এছারা এলাকাবাসি মৌখিক ভাবে তার বিরুদ্ধে নানা অভিযোগ ( চুরি, ছিনতাই, ইভটিজিং) করেন প্রতিবেদকের কাছে।লিখিত অভিযোগের বরাতে জানা যায় প্রবাসি আজিজুল মঙ্গলবার দুপুরে এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়ি ফেরার পথে রওনা হন। বাড়ি পৌঁছতে অভিযুক্তের বাড়ির সম্মূখের রাস্তা ব্যাবহার করতে হয় ওই প্রবাসির। অভিযুক্তের বাড়ির সম্মূখে পৌঁছলে প্রবাসির হাতে থাকা টাকার ব্যাগ টের পেয়ে জোড়পূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় টাকার ব্যাগ দিতে অ’স্বীকৃতি জানালে অভিযুক্ত মজিবুর ওই প্রবাসিকে মারধোর করেন। পরে প্রবাসি আজিজুলের চিৎকার চেঁচামেচিতে স্থা’নীয়রা এগীয়ে এলে অভিযুক্ত মজিবুর রহমান প্রবাসি আজিজুরকে ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় বসবাসরত স্থা’নীয়দেরও অবগত করেছেন প্রবাসি আজিজুল রহমান। এ বিষয়ে থানা পুলিশের বরাত দিয়ে আইনি সহায়তা কামনা করেছেন ভূক্তভূগী প্রবাসি আজিজুল রহমান।ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত মজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভড করেননি।
এ ঘটনার বিষয়ে জিএমপি গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মুঠোফোনে জানান তদন্তে মারামারি হাতাহাতির প্রাথমিক প্রমান পাওয়া গেছে। তবে প্রতিপক্ষের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যাব’স্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী রাশেদ বলেন, অভিযোগ পেয়েছি তদ’ন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post