রবিউল ইসলাম বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার দাবীতে জুতা ও ঝাড়ু মিছিল হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, সুশীল সমাজ বাগেরহাটে বৃহ’ষ্পতিবার রাতে এই দাবীতে পৃথক মিছিল করেছে।মিছিল শেষে সংক্ষি’প্ত বক্ততায় নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এদিন রাতে সুজা উদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে শহরের নূর মসজদি মোড় থেকে ও সাবেক ও বর্তমান পৌর বিএনপি’র নেতৃবৃন্দের নেতৃত্বে এ সকল মিছিল শু’রু হয়ে শহরের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পৃথক মিছিল শেষে সমাবেশে বক্ততা করেন,সুজা উদ্দিন মোল্লা সুজন, সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, এ্যাড মোশারেফ হোসেন মন্ট, হাদিউজ্জামান হিরো,মাহাবুবুর রহমান টুটুল, ইমরান খাঁন সবুজ, আলী সাদ্দাম দীপ, ওমর আলী মুন্না, সরদার জসিম উদ্দিন, মনিরুজ্জামান মান্না প্রমূখ নেতৃবৃন্দ।আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার দাবী করেছেন বক্তারা।
এ সময়ে বক্তারা বলেন, জেলা প্রশাসক আওয়ামীলীগের সাথে গোপন আতাত করে বাগেরহাটে আওয়ামীলীগের লোকদের ওএমএস ডিলার নিয়োগ দিয়েছেন। সেই ওএমএস ডিলার নিয়োগ বাতিলের দাবী জানান। উল্লেখ্য বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ বৃহ’ষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের উপ’স্থিতিতে জয় বাংলা শ্লোগান দিয়ে ক্যান্সার ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এছাড়া জেলা আহম্মেদ কামরুল হাসান, কার্যালয়ে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকা ব’ন্ধ, ঈমাম, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে দূর্ব্যবহার,আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন সভা করা, ওএমএস ডিলার হিসেবে আওয়ামীলীগের চিহ্নিত লোকদের নিয়োগ দিয়ে ইতিমধ্যে বিতরকিত হয়েছেন বলে বক্তার দাবী করেন।
Discussion about this post