নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একটি তৈরী পোষাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১০টা থেকে টিএ’ন্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে নানা শ্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। তারা গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃ’ষ্টি হয়।
খবর পেয়ে দুপুরের দিকে যৌথবাহিনীর সদস্যরা (পুলিশ, বিজিবি, সেনাবাহিনী) ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় সড়ক থেকে বিক্ষু’ব্ধ শ্রমিকদের সরাতে না পেরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃ’ঙ্খলা রক্ষা বাহিনীর (যৌথবাহিনী) সদস্যরা। পরে মালিক পক্ষের সাথে আলোচনার শর্তে শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে সমবেত হতে বলেন আইনশৃ’ঙ্খলা বাহিনী।
কথামতো শ্রমিকরা নগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাসনথানার কলম্বিয়া মোগরখাল এলাকার বিজয় রোডের টিএ’ন্ডজেট কারখানার সামনে অবস্থান নেয়। প্রায় ঘন্টাব্যাপী আলোচনা শেষে আইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্যদের উপ’স্থিতীতে মালিকক’র্তৃপক্ষ শ্রমিকদের নানা আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধের দাবী না মানা হলে আন্দোলন বেগবান করার কথা জানান আন্দোলনরত বিক্ষুব্দ নারী পুরুষ শ্রমিকরা।
তারা জানান শ্রমিকদের বাহিরে কারখানার স্টাফদের কারোকারো ৬মাসেরও বকেয়া বেতন পাওনা রয়েছে। শ্রমিকদের দাবী কারখানাটির ক’র্তৃপক্ষ প্রতিমাসেই এহেন টালবাহানা করে শ্রমিকদের বেতন পরিশোধ না করে তাদের সাথে অন্যায় করে আসছেন। কোন মাসেই তারা নিয়ম মোতাবেক শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করতে পারেন না। তাদের দাবী কারখানা চালাতে অপারগ হলে বকেয়া পরিশোধ করে ব’ন্ধ করে দেয়া হউক, না হয় অন্য মালিকের নিকট মালিকানা হ’স্তা’ন্তরেরও দাবী জানান তারা।
শ্রমিকরা জানায় মালিক না এসে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারা আইনশৃ’ঙ্খলা বাহিনীর উপ’স্থিতীতে সময় চেয়েছেন বকেয়া বেতন পরিশোধের জন্য। তবে শ্রমিকরা তা মানতে নারাজ প্রকাশ করেন। ফারজানা, পপি, মিনা-সহ কয়েকজন শ্রমিক বলেন আমরা প্রতিমাসে বেতন নিয়ে আন্দোলন করতে হয়। বেতন না দিয়ে উল্টো আইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে লাঠিচার্জ করা হয়, এসবের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেতন পরিশোধের দাবী জানান তারা। পরে আগামী নভেম্বরে বকেয়া পরিশোধের সি’দ্ধান্ত হয় বলে জানায় শ্রমিকরা।
এ ঘটনার বিষয়ে কারখানার জিএম কবির বলেন, গত সেপ্টেম্বর মাসের অর্থাৎ এক মাসের বেতন বকেয়া রয়েছে যা আগামী নভেম্বরের ৩ তারিখে পরিশোধ করা হবে।
এ বিষয়ে জিএমপির বাসন থানার অফিসার ইন-চার্জ ওসি রাহেদুল ইসলাম বলেন, সকাল থেকে টিঅ্যন্ডজেট কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করেছে। বর্তমানে মহাসড়কে আইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্যদের উপ’স্থিতীতে আইনশৃ’ঙ্খলা নিয়ন্ত্রনে রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post