আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা থানাধীন রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ তরিকুল(২৫), পিতা-মৃত জামাল উদ্দিন, ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ মকিম, উভয় সাং-হরিরামপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জ’ব্দকৃত আলামত বিদেশী পি’স্তল-১টি, ম্যাগজিন- ২টি, গুলি- ৫ রাউন্ড, মাটরসাইকেল-১টি, মোবাইল – ২টি, সীম- ২টি উ’দ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটর সাইকেল যোগে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃ’দ্ধি করে।
এরই প্রেক্ষিতে অদ্য তারিখ র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
উপস্থিত সাক্ষীদেরসম্মুখে আটককৃত ব্যক্তি’দ্বয়ের দেহ তল্লাশী করে উক্ত বিদেশী পি’স্তল, ম্যাগজিন ও গু’লি উ’দ্ধার করে এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেল জব্দ করে ৷
ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অ’স্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃ’ঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ বিদেশী পি’স্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অ’স্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অ’স্ত্র কারবারীর সাথে যুক্ত। ইতিপূর্বে আরোকয়েকবার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অ’স্ত্র ও গু’লি সংগ্রহ করেছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অ’স্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post