মোঃ দেলোয়ার হোসেন (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে মানববন্ধনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন আজ সোমবার দুপুরে স্থানীয় গ্রান্ডফুড হোটেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে আইনুল ইপসী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল রবিবার আমার দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করাকে কেন্দ্র করে একটি কুচক্রিমহল স্থানীয় ও কিছু বহিরাগতদের নিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে তারা আমাকে ও এডহক কমিটিকে জড়িয়ে নানা অভিযোগ করে। এ বিদ্যালয়ে নির্বাচনী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটি গঠনের প্রয়োজন হয়। বিধি মোতাবেক সেই এডহক কমিটি করার জন্য প্রক্রিয়া চলছে। হঠাৎ একটি কুচক্রিমহল বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য সামান্য কয়েকজন মিলে একটি মানববন্ধন করে। যা অত্র বিদ্যালয়ের তারা কোন অভিভাবক সদস্য নয়। এই কুচক্রিমহলের সদস্যরা ইতিপূর্বেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকালে বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছিল।
আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ে মানসম্মত পরিবেশে পড়ালেখা চলছে। এ বিদ্যালয়ে প্রয়োজনীয় উন্নয়ন কাজও চলছে দ্রুত গতিতে। যা এলাকাবাসীর কাছে দৃশ্যমান। প্রধান শিক্ষক আরো বলেন, কয়েক বছর ধরে বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পাশের ভালো ফলাফল অর্জন করছে। এখন তারা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নষ্ট ও উন্নয়ন কাজ ব্যহত করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক কাজ করছে।
আমি এসবের প্রতিবাদ করছি এবং চক্রান্তমূলক কর্মকান্ড থেকে এলাকাবাসী ও অভিভাবক মহলকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি। এ সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আইয়ুব হোসেন, বিদ্যালয়ের অফিস সহকারি নয়ন প্রমুখ।
Discussion about this post