নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। বুধবার (১০জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-জয়দেবপুর-শিমুলতলী আঞ্চলিক মহাসড়কে ডুয়েটের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন শুরু করে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিভিন্ন কর্মসূচি পালন করে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট ) শিক্ষার্থীরা। এতে করে ঢাকা-জয়দেবপুর-শিমুলতলী আঞ্চলিক মহাসড়কে যানবাহন ও ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ ঘন্টা’ব্যাপী বন্ধ থাকে।
পরবর্তীতে শিক্ষার্থীরা ঐ সড়ক ধরে কিছুদূর দক্ষিণে এগীয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর কাছে ঢাকা-রাজশাহী রেল লাইনের মাঝে অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে রাজশাহী রুটের ট্রেন চলাচল। এসময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে আগামীকাল (বৃহস্পতিবার) আবারো কর্মসূচির ঘোষণা দিয়ে দুপুর ১ টার দিকে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ ছেড়ে ক্যাম্পাসের দিকে ফিরে যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন,”কোটা প্রথা অবশ্যই বাতিল করতে হবে। অন্যথায়, অচল করে দেওয়া হবে সবকিছু। অবশ্যই ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। ছাত্রসমাজ তাদের অধিকার আদায় করে তবেই ঘরে ফিরবে। এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আমরা জানতে পেরেছি এবং প্রশাসনও জানিয়েছে বিভিন্ন স্থানে ছাত্ররা অবরোধ করছে। এ জন্যই বন্ধ রাখা হয়েছে ট্রেন।
Discussion about this post