রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইলে মরহুম সামসুদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের আসরের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পূবাইল থানাধীন মাজুখান সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুবসমাজের আয়োজনে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হাসানুল বান্না মজু।
গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব,পূবাইল থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল হালিম, যুবলীগ নেতা শেখ আশরাফুল আলম, শাহীনুল ইসলাম শাহীন,এইচ এম মামুন, আবদুল বাসেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আকরাম হোসেন মাস্টার,ভাই ভাই স্পোর্টিং ক্লাব একাদশ বনাম মিরপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মিরপুর ইয়ংস্টার বিজয়ী হয়েছেন।
Discussion about this post