কালিমুল্লাহ ইকবাল বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মেধার ভিত্তিতে বিভিন্ন মেডিকেল কলেজে ও ইঞ্জিনিয়ারিং এবং সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ লাভ করায়, কৃতি শিক্ষার্থীদের ও এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও কর্মক্ষেত্র বিশেষ অবদানের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মাননা দিয়েছে।
শুক্রবার (২৪শে মে) বিকেলে প্রতিষ্ঠানের ক্যাম্পাস মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ৮৯ মেধাবী শিক্ষার্থী ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত ৬ প্রাক্তন গুণীজন ছাত্রকে সম্মাননা ও এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৪১৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয় ।
বক্তাগণ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। জাতির জন্য সুসন্তান বড় প্রয়োজন, প্রয়োজনে দেশের বাইরে উচ্চ শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীকে দেশের ফিরে আসতে হবে। সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে একজন ভালো মানুষ হয়ে দেশের মধ্যে নিজেকে ও প্রতিষ্ঠানের সুনামকে পরিচিত করে তুলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বিশেষ কর্মব্যস্ততায় তিনি উপস্থিত থাকতে পারেননি। জান্নাতুল আকরাম ও জাকির হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিতে বক্তব্য রাখেন,গভর্নিং বডির অধ্যক্ষ ওমর ফারুক, শেখ মনিরুজ্জামান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাক্তন গুণী ছাত্র মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ আসাদুল হক, ডাঃ নুরে আলম সিদ্দিকী, ডাক্তার মুশফিকা মহসিন, ডাক্তার সেলিম সাহেদ,রায়হান ওয়াজেদ রুনা প্রমুখ।
Discussion about this post