নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার ফ্রক ও শার্ট বিতরণ করেছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে হাসপাতালের ক্যাফেটেরিয়াতে এসব উপহার তুলে দেন শতামেক শাখা ছাত্রলীগের সভাপতি ডা: নিলয় চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান। এসময় অসহায়, নিম্ন বিত্ত ও অর্ধশত পথশিশুদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়।
এ বিষয়ে শতামেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান বলেন, আমরা আগে এককভাবে এসব কার্যক্রমগুলো করতাম। কিন্তু এখন কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় ঈদ উপহার পাচ্ছে অসহায় ও ছিন্নমূল পথ শিশুরা।
তিনি আরো বলেন, প্রতিটি ঈদেই এরকম কার্যক্রম পরিচালনা করতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নির্দেশনা দেয়া থাকে। কোনক্রমেই আমাদের এ কাজ বন্ধ হবে না বা বন্ধ করার কোন সুযোগ নেই। আমরা এটা সব সময়ই চলমান রাখবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মো: ফাহিম হোসেন, ছাত্রলীগ কর্মী সৌরভ দাস, রেজাউল রিয়াদ, মো: রাকিবুল হাসান এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Discussion about this post