দেলোয়ার হোসেন পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (সার্জারী)হিসেবে চিকিৎসক সাবা আল গালিব যোগদান করেছেন।
তিনি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে ৩৩তম বিসিএস(স্বাস্থ্য ক্যাডারে) গ্রাজুয়েশন সম্পন্ন করেন।তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
অতিসম্প্রতি তিনি জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) হিসেবে পদোন্নতি পেয়ে গত ৩১ মার্চ /২০২৪ পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শর্যা হাসপাতালে নিয়মিত শূন্য পদে যোগদান করেছেন।জানাযায়,চিকিৎসক সাবা আল গালিবের গ্রামের বাড়ি পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে কুটাহারা গ্রামে মোঃ আওফের মাস্টারের চার ছেলেমেয়ের মধ্যে তিনি তৃতীয় নাম্বার বড় বোন চিকিৎসক নাফিসা সুলতানা মিলি ইউনাইটেড কিংডম সরকারের অধীনে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। মেজ বোন কাস্টম অফিসার হিসেবে বাংলাদেশ সরকারের অধীনে দায়িত্ব পালন করছেন। ছোট বোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। মা একজন (অবসরপ্রাপ্ত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
চিকিৎসক সাবা আল গালিবের বড় বড় শহরে ভাল সুযোগ থাকা সত্ত্বেও কনসালটেন্ট (সার্জারী) হিসাবে পাঁচবিবি উপজেলাতে যোগদান করায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Discussion about this post