নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ছুটিকালীন সময়ে ব্যাংকের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সোমবার (০১ এপ্রিল) বিকেল ৩ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার আওতাধীন সকল ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহনে নবাগত গাছা থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ জিয়াউল ইসলামের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের আলোচনায় সভায় আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীন সময়ে ব্যাংক ও এটিএম বুথের নিরাপত্তা বিষয়টি বিশেষ গুরুত্বের সহিত দেখা হয়।
মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম উপস্থিত ব্যাংকারদের উদ্দেশ্যে বলেন, ঈদের ছুটিকালীন সময় ব্যাংক ও এটিএম বুথ যে সকল ভবনে রয়েছে সেখানে নিরাপত্তা জোড়দার করতে হবে। তিনি আরো বলেন, ব্যাংকে সার্বক্ষণিক সচল ও নাইট ভিশনসহ উচ্চ রেজুলেশনসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন এবং ভবনের অভ্যন্তরে ও বাইরের চতুর্পাশে কভারেজের ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় ব্যাংকারদের গতানুগতিক সিকিউরিটি গার্ডদের সংখ্যা এবং ছুটিকালীন সময় সিকিউরিটি গার্ডদের সংখ্যা ও ডিউটি রোস্টার অনুযায়ী শিফটিং সম্পর্কিত তথ্য হালনাগাদ করতে তাগিদ প্রদান করা হয়। বড় অংকের লেনদেনের সময় নিজস্ব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিষয়ে তাগাদা প্রদান করা হয়।
ছুটিকালীন সময়ে বাড়তি সিকিউরিটির ব্যবস্থা রাত্রিকালীন সিকিউরিটি গার্ডদের নিজস্ব তদারকির ব্যবস্থা করার জন্য বিশেষ তাগিদ প্রদান করেন (ওসি)। সিকিউরিটি গার্ডদের অস্ত্রের প্রয়োজনীয়তা নিরাপত্তা ব্যবস্থায় যে সকল ত্রুটি চিহ্নিত হয়েছে তা দ্রুত সমাধান করার জন্য বিশেষ তাগিদ প্রদান করেন।
এছারাও ব্যাংক ও এটিএম বুথ রয়েছে এমন সব ভবনের অবকাঠামোগত কোন ত্রুটি যা নিরাপত্তার হুমকি হতে পারে তার সমাধান নিয়ে আলোচনা করা হয় এ মতবিনিময় সভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে, গাছা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলামের সভাপতিত্বে মহানগরীর গাছা থানার আওতাধীন সকল ব্যাংকার কর্মকর্তারা এ সভায় অংশ নেয়।
Discussion about this post