নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরে ২৮ নং ওয়ার্ডে এম এ বারী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্কুল প্রাঙ্গনে দিন ব্যাপি এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ ফয়েজ উদ্দিন মাষ্টার। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মুছা সভাপতি গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জনাব অকিল উদ্দিন আপেল, এডভোকেট শাফায়াত উল ইসলাম শুভ, আলহাজ্ব মোঃ জনাব মোঃ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ফিরোজ আল মামুন, মশিউর রহমান হিরণ, মোকছেদুল আলম পাশা, নাজমুল আলম, প্রফেসর শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন, ফারুক আলম, হাবিকুল হক প্রমুখ। এম এ বারী শিক্ষা পরিবারের সাধারণ সম্পাদক ও গাজীপুর কিন্ডারগার্টেন এর সাধারণ সম্পাদক মোঃইসমাইল হোসেন মাষ্টার বলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান
সাফল্য করায় সকল অভিভাবক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের এম এ বারী শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন এম এ বারী একাডেমির ২৮ নং ওয়ার্ডে সেরা স্কুল। মানুষ গড়ার কারিগর এম এ বারী শিক্ষা পরিবার । ছাত্র ছাত্রীদের বলেন লেখা পড়া করে ভালো মানুষ হতে হবে, এই সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
Discussion about this post