নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি: নবাবগঞ্জে শনিবার রাত ১০.৩০ ঘটিকায় নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় ও গরিবপুর চকে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা ও ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো: আ: হালিম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ।
এসময় গরিবপুর চকে ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করার সময় স্থানীয় ভূমি দস্যু ও মাটি খাদক বাদল কোম্পানির ম্যানেজার আল আমিন (২৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে, এই মাটি কাটার সাথে জড়িত মো: শাকিল (২২), মো: তুহিন খান (২৬) কে ০৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাদল কোম্পানির দুটি মাহেন্দ্র জব্দ করা হয়েছে।
গরিবপুর চকে ডিএনবি-২ ইটের ভাটার পাশে ভেকু দিয়ে মাটি কাটার সময় আল আমিন (২০) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম।
Discussion about this post