নাজমুল হাসান পদ্য গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের হাতিয়াব এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গত শুক্রবার রাত ১২টার দিকে নগরীর সদর থানাধীন হাতিয়াব গ্রামে এ ঘটনা ঘটে। এতে আশ্রয়ণ প্রকল্পের ইবাদ আলীর রান্না ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় বাসিন্ধা হামিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাতিয়াব স্কুল মাঠে স্থানীয় মানিক মিয়ার সাথে কথা বলার সময় আশ্রয়ণ প্রকল্পের ইবাদ আলীর ঘরের পেছনে আগুন দেখতে পান। পরে দৌড়ে এসে সবাইকে ডাকাডাকি করে পানি দিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৯৯৯ এ ফোন দিলে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাতিয়াব স্কুলের পাশে আশ্রয়ণ প্রকল্পের মোট ১৬টি ঘর রয়েছে। আশ্রয় প্রকল্পের ঘর পাওয়া শাফিয়া খাতুন বলেন, এই আশ্রয়ণ প্রকল্পের ঘরে একা থাকি। একদিন বাসায় এসে দেখি জানালা দিয়ে কারা যেন আমাদের ঘরে বড় বড় চাকা দিয়ে ঢিল মেরেছে। কালকে রাতে একজনের ঘরে আগুন দিয়েছে, সেটা তো আমার সাথেও হতে পারতো। আমি আতঙ্কিত হয়ে আছি।
আগুন লাগা ঘরের মালিক ইবাদ আলী বলেন, রাতে যেভাবে রান্না ঘরের এক অংশে আগুন দিয়েছে, সেটা যদি আশেপাশের কেউ না দেখতো, তাহলে ঘরের সবাই আজ পুড়ে মারা যেতাম। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।
নাম প্রকাশের না করার শর্তে আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বলেন, আশ্রয়ণের প্রকল্পের ঘরের পাশে থাকা একটি রাস্তাকে কেন্দ্র করে একটি পক্ষ কয়েকদিন যাবত আমাদের হুমকি—ধামকি দিয়ে আসছে। তারা এ অগ্নিকান্ডের ঘটনাটিতে ঘটাতে পারে। আরও অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওই পক্ষটিকে সমর্থন দিয়ে আসছেন।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম রিপন বলেন, একটা কথা কেউ বললেই তো হয়ে যায়না, আপনারা তদন্ত করে দেখেন। যদি আমি দোষী হই তাহলে লেখেন। আগুন লাগার পরই তারা ঘটনাটি আমাকে জানিয়েছে। পরে শুনলাম তারা পুলিশও এনেছে। পুলিশ যেহেতু এসেছে, এজন্য আমি আর ঘটনাস্থলে যাইনি।
গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, এখনো বিষয়টি আমাকে কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম, যদি নাশকতা কর্মকান্ড হয়ে থাকে তবে উর্ধ্বতন কতৃর্পক্ষের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। আগুনে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের রান্না ঘরের কিছু অংশ পুড়ে গেছে। তবে এখনো এব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।
Discussion about this post