নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ছোট ভাই মো.মজিবুর রহমানের এলোপাতাড়ি লাঠির আঘাতে বড়ভাই রেজা সাইদ আল মামুন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ছিলেন।
রবিবার বিকালে উপজেলার সাজন ধারা গ্রামে এঘটনা ঘটে। নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজন ধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র।উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন প্রভাষক রেজা সাঈদ আল মামুন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত উপজেলার সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের বড় পুত্র রেজা আবু সাঈদের সাথে তার ছোট ভাই মো. মজিবর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসতেছিল।রবিবার বিকালে রেজা আবু সাঈদ তাদের বাড়ির পাশের জমি আবাদের জন্য পরিস্কার করতে গেলে ছোট ভাই মো: মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবর রহমান(৪৮)ও তার পুত্র সুমন(২৫)কাঠের লাঠি দিয়ে রেজাকে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post