নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৬২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো রাজশাহী জেলার আকবর শেখের ছেলে ইমরান (২৪) ও একই জেলার সাজদার আলীর ছেলে শিশির আলী (২৩)। শুক্রবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর মৈরান তিন রাস্তার মোড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে মাদক কেনা-বেচা করছে এমন গোপান সংবাদের ভিত্তিতে গাছা থানার এসআই সজীব দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমরান ও শিশিরকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারীরা পালিয়ে যায়।
এব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Discussion about this post