আবু সালেহ মুসা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে গাজীপুরে আত্মপ্রকাশ করলো গাজীপুর স্বেচ্ছাসেবক ঐক্য নামের নতুন একটি সংগঠন। গাজীপুরে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে আসছেন তাদের সম্মিলিত প্রয়াস এটি।
সংগঠনে আবু সালেহ মুসা কে সভাপতি ও ওবাইদুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি এডভোকেট মীর পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান, ইমাম হোসেন, মো: বাপ্পী,অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, সহ অর্থ সম্পাদক ওয়াহিদা ফারজানা, তথ্য প্রযুক্তি সম্পাদক মো: মুশফিকুর রহমান, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক বিন্তী, যোগাযোগ সম্পাদক জারিফ তামিম, দপ্তর সম্পাদক লিনুইরিহী মাইয়্যাশাও সূচনা, সহ দপ্তর সম্পাদক নুসরাত জাহান রুসা, নারী বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার রিমা। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মেরাজ আহমেদ রাতুল, মোহাম্মদ জিসান তূর্য, শানজিদা আক্তার মিম, রুহি মৃধা, সাফা ইসলাম মিম, জান্নাতুল আয়াত দোলন, নিশাত তাহসিন সাজিদা ও সাধারণ সদস্য পদে হাসিব রহমান মাহিম, ফয়সাল, সোনালী সরকার প্রীতি, ইলমা, লগ্ন রানী সরকার, তাসনিম বিনতে বাতেন ও জান্নাতুল ফেরদৌসি মীম, আল আমিনকে দায়িত্ব দেয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম জানান, “যারা নিজ স্বার্থকে মূল্য না দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যায় তারাই প্রকৃত দেশপ্রেমিক। আর এই দেশপ্রেমিকদের সংগঠন ই গাজীপুর স্বেচ্ছাসেবক ঐক্য।” অন্যদিকে সংগঠনটির সভাপতি আবু সালেহ মুসা জানান, “দীর্ঘদিন ধরেই গাজীপুরের স্বেচ্ছাসেবীদের একত্রিত করার চেষ্টা চলছিলো, অবশেষে তা করতে পেরে নিজেকে স্বার্থক মনে হচ্ছে।”
Discussion about this post