নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বিভিন্ন কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত ও মারমুখী অবস্থায় অবস্থান করছেন।
মঙ্গলবার সকালে এরই ধারাবাহিকতায় কোনাবাড়ি ও কাসিমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়।
স্থানীয়রা জানান, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ছুঁড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে সকাল নয়’টায় কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। পরে শ্রমিকেরা সংগঠিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয়। পুলিশ, বিজিবি, র্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। বেতনের বিষয়ে মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
Discussion about this post