তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৩- এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী ফয়জুর রহমান।
রবিবার (৫ নভেম্বর) ভোট শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ৪টা পর্যন্ত।
জয় পরবর্তী অনুভূতি জানিয়ে কাজী ফয়জুর রহমান বলেন, তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হওয়া গৌরাবের। আমি একজন প্রগতিশীল মানুষ, আমাকে নির্বাচিত করায় সকল শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মলিত প্রচেষ্টার আহবান জানান তিনি।
নির্বাচনে ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক কাজী ফয়জুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মালেকা বিলকিস পেয়েছেন ৮১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিলুফার ইয়াসমিন পেয়েছেন ৬২ ভোট।
এছাড়াও সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪৪ ভোট পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুস সালেহীন এবং সহকারী অধ্যাপক প্রতিনিধি হিসেবে ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারুকুল ইসলাম।
Discussion about this post