নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় একটি কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের তারগাছ এলাকায় জয় কেমিক্যাল কোম্পানীর ফ্যামিলি মশার কয়েল কারখানার মেশিনের কেমিক্যাল ডায়ার অতিরিক্ত গরম হয়ে কারখানায় আগুন লেগে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মশার কয়েল তৈরির কারখানায় অগ্নি কান্ডের খবর পেয়েই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় আড়াই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কয়েল শুকানোর ডায়ার অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। কারখানার মালামাল ও সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে এতে তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের ঘোষণা দেয় দুপুর ১টায়।
এদিকে স্থানীয়রা জানান, নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে আবাসিক এলাকায় এ ধরনের কারখানা কিভাবে গড়ে উঠেছে। বেশ কিছুদিন আগে গাজীপুর তিতাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন। এ কারখানায় এবার নিয়ে ৪বার অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। আমরা শিশু সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। যেন দ্রুত আবাসিক এলাকা থেকে এ ধরণের কারখানা সরিয়ে নেওয়া হয়।
Discussion about this post