নিজস্ব প্রতিবেদক: ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কাপাসিয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (কেপিএল) টি-২০ সিজন-১ শুরু হয়েছে। চর সনমানিয়া কদমতলী বালুর চর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তরগাঁও ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারিয়েছে সিংহশ্রী ইউনিয়ন ক্রিকেট একাদশ।
শুক্রবার (১৩ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নাধীন চর সনমানিয়া এলাকার কদমতলী বালুর চর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদত হোসেন মাষ্টার, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন। এছাড়াও কেপিএল’র পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই টি-টোয়োন্টি প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন করেছে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী।
উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করে তরগাঁও ইউনিয়ন ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে তারা। এর জবাবে সিংহশ্রী ইউনিয়ন ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারের আগেই ৭ উইকেটে জয় তুলে নেয়। ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সিংহশ্রী ইউনিয়ন ক্রিকেট একাদশের খেলোয়াড় সজল মিয়া। এছাড়াও দলের পক্ষে শান্ত ২৩ বলে ৫৫ রান করেন।
এছাড়াও দিনের অপর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রায়েদ ইউনিয়ন ফাইটার্স ক্লাব। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে দূর্গাপুর ইউনিয়ন বন্ধু একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে।
এর জবাবে রায়েদ ইউনিয়ন ফাইটার্স ক্লাব নির্ধারিত ওভার খেলে ৫ উইকেটে জয় তুলে নেয়। এতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন মেহেদী। এতে ম্যাচ সেরা নির্বাচিত হন রাসেল মিয়া।
এ বছরই প্রথম সিজন শুরু করে উপজেলার মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর কাপাসিয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (কেপিএল) টি-টোয়েন্টি। ফেসবুক ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খেলাটি দেখানো হয়। এছাড়াও ক্রিক হিরো অ্যাপের মাধ্যমে স্কোরবোর্ড করা হয়। সম্পূর্ণ খেলাটিতে বাংলায় ধারাভাষ্য করা হয়। এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চোখে পড়ার মতো বিপুল পরিমাণ দর্শক ছিল পুরাতন ব্রহ্মপুত্রের পাড় বেষ্টিত এই ক্রিকেট গ্রাউন্ডে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: ঘাগুটিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ, সনমানিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ, তরগাঁও ইউনিয়ন ক্রিকেট একাদশ, চাঁদপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ, দূর্গাপুর ইউনিয়ন বন্ধু একাদশ, টোক ইউনিয়ন ক্রিকেট একাদশ, রায়েদ ইউনিয়ন ফাইটার্স ক্লাব এবং সিংহশ্রী ক্রিকেট একাদশ।
টুর্নামেন্টে জয়ী দলকে ট্রফির পাশাপাশি দেয়া হবে নগদ ৫০ হাজার টাকা, রানার্স আপ দল ট্রফির পাশাপাশি পাবে নগদ ৩০ হাজার টাকা এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পাবে ৫ হাজার টাকা। এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচের জন্য থাকছে পুরস্কার।
Discussion about this post