নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অসহায় গরীব ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ সরকার সারাদেশে এ পর্যন্তই অসংখ্য ভূমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে চিরস্থায়ী বসবাসের বন্দোবস্ত করে দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে ও আশ্রয়ের প্রকল্প নির্মাণের কাজ শুরু করেন গাজীপুর জেলা প্রশাসন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ৪৪০টি আশ্রয় প্রকল্পের ঘর নির্মাণের কাজ শুরু করেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন ৪৪৬০ টি ভূমিহীন অসহায় পরিবারের মাথা গোজার শেষ ঠিকানা আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিছু কিছু আশ্রয়ের প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে অসহায় ভূমিহীন পরিবারের মাঝে কথা বলি কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে,তিনি প্রতিবেদককে জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে গাজীপুরকে ভূমিহীন পরিবার মুক্ত করার লক্ষ্যে ৪৪৬০ টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
মাননীয় জেলা প্রশাসনের দিকনির্দেশনায় এবং সমন্বয় কমিটির দ্বারা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ভূমিহীন দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে
আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর এবং ঘরগুলো নির্মাণের কাজে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তদন্ত সাপেক্ষে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন
Discussion about this post