নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসাবে অভিষেক হলো সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাতা জায়েদা খাতুন।
সোমবার সকালে নগরীর রথখোলা বঙ্গতাজ অডিটোরিয়ামে ৫৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রথম নারী মেয়র হিসাবে অভিষেক হয় জায়েদা খাতুনের।দায়িত্ব নিয়েই মা-ছেলে মিলে গাজীপুর সিটিকে আধুনিক শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।ওই সময় দুজনেই নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে গাজীপুর শহরকে ঢেলে সাজাবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি প্রচণ্ড গরমে সাংবাদিকসহ অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।বেলা ২টার দিকে নগর ভবনে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করেন জায়েদা খাতুন। সোমবার দুপুরে নবনির্বাচিত মেয়রের অভিষেক উপলক্ষ্যে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি।
রবিবার রাত থেকেই গাজীপুর শহরে ছিল হাজারো মানুষের উল্লাস। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজপথে শুরু হয় মিছিল। চলে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যেই দুপুর ১টায় বঙ্গতাজ অডিটরিয়াম থেকে সড়কে হাজারো জনতার মাঝে হাত নেড়ে অস্থায়ী মঞ্চে উঠেন জায়েদা খাতুন। তিনি বাংলাদেশের ইতিহাসে সিটিকরপোরেশনের দ্বিতীয় নারী মেয়র।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাসিক দ্বিতীয় পরিষদের মেয়র মো: জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। একই সাথে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে সাধারণ ক্ষমার আওতায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
অভিষেক অনুষ্ঠানে গাজীপুরে সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলকে নিয়ে আমি গাজীপুর শহরকে আধুনিক শহর করতে চাই। তিনি বলেন, সকল কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়বো।
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নেতাকর্মীদের বাদ দিয়ে কেও সংগঠন করবেননা । সামনে সংসদ নির্বাচন। সকলে মিলে মিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে গাজীপুর সিটিকরপোরেশনের টঙ্গী অঞ্চলের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার হিসেবে ৩০ বছর দায়িত্ব পালন করেছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ। গাজীপুর সিটিকরপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুই মেয়াদে ৪৮ মাস ১৩দিন দায়িত্ব পালন শেষে ভারমুক্ত হয়ে নিজ ঘর টঙ্গীতে ফিরলেন আসাদুর রহমান কিরণ। একজন নির্বাচিত মেয়র ৬০ মাস দায়িত্ব পালন করতে পারেন। অথচ একজন কাউন্সিলর হয়েও তিনি ৪৮ মাস ১৩দিন মেয়রের চেয়ারে ছিলেন। দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিজ ঘরে ফিরলেন সাবেক এই জনপ্রতিনিধি।
রবিবার গাজীপুর নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সমাপনী বক্তব্য দিয়ে তিনি বিদায় নেন। ভারপ্রাপ্ত মেয়রের আনুষ্ঠানিক বিদায় গ্রহণের মধ্য দিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ভারমুক্ত হলো গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। গাসিক গঠনের পর তার দ্বিতীয় পরিষদের মেয়াদ রোববার মাসিক সমন্বয় সভার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু কোরাম সংকটের কারণে সমন্বয় সভা করতে না পেরে ভারপ্রাপ্ত মেয়র এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নগর ভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর প্রথম মাসিক সভার মধ্য দিয়ে এ পরিষদের যাত্রা শুরু হয়েছিল।
সোমবার (১১ সেপ্টেম্বর) নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের নেতৃত্বাধীন তৃতীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জায়েদার এ পরিষদ গঠিত হয়।
মো: আসাদুর রহমান কিরণ গাসিকের প্রথম পরিষদে মোট ২৭ মাস ১৩ দিন এবং দ্বিতীয় পরিষদে প্রায় ২১ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বিপুল ভোটে নির্বাচিত গাসিকের প্রথম মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে রাজনৈতিক মামলায় অভিযুক্ত দেখিয়ে প্রথমে ২০১৫ সালের ১৯ আগস্ট, এর পর ২০১৬ সালের ১৯ এপ্রিল এবং সর্বশেষ ২০১৭ সালের ৬ জুলাই মোট তিন দফায় সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে আর মেয়রের চেয়ারে বসা হয়নি। কারাগারে অসুস্থ হয়ে জামিন লাভ করলেও তিনি দীর্ঘদিন চিকিৎসাধীনে থেকে মারা যান।
গাসিকের আলোচিত এই দুই মেয়াদেই সর্বমোট ৪৮ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন প্যানেল মেয়র ও টঙ্গী অঞ্চলের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ নেতা মো: আসাদুর রহমান কিরণ। তিনি বিলুপ্ত টঙ্গী পৌরসভা ও গাজীপুর সিটি করপোরেশনে টানা প্রায় ৩০ বছর যাবত কমিশনার/কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। তিনি তৎকালীন টঙ্গী পৌরসভায়ও একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
এবারের সিটি নির্বাচনে মেয়র পদে কিরণ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অবশেষে মনোনয়ন প্রতিযোগিতায় হেরে গেলেও নিজ ওয়ার্ডে তার ভাতিজাকে কাউন্সিলর নির্বাচিত করতে সক্ষম হন।
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর দ্বিতীয় পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাব আইন অনুযায়ী গাসিকের দ্বিতীয় পরিষদের মেয়াদ রোববার (১০ সেপ্টেম্বর, ২০২৩) শেষ হয়েছে। তৃতীয় বা নতুন পরিষদের মেয়াদ গণণা শুরু হবে প্রথম মাসিক সভা যেদিন হবে সেদিন থেকে। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর নতুন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
Discussion about this post