নিজস্ব প্রতিবেদক: যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর গাছায় নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে কুরাআন খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরীর ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিম খানায় কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে দুপুরে নগরীর বোর্ডবাজার গাছা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর প্রতিনিধি এমআর নাসিরের সভাপতিত্বে ও এশিয়ান টিভির মহানগর প্রতিনিধি মো. আরিফ মৃধার সঞ্চালনায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, গাছা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সম্পাদক মাহবুব চৌধুরী, সাংবাদিক আজিজুল হক, মো. রফিকুল ইসলাম, আশরাফুল আলম মন্ডল, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহেল মিয়া, আব্দুল আলিম, মো, বসির উদ্দিন, মো. রেজানুর ইসলাম, স্বজন বাবুল হোসেন মন্ডল, মো. নবীন হোসেন, আবু সাঈদ, মনিরুজ্জামান লিটন, মো. নাসির উদ্দিন সোহাগ, জুম্মন খান প্রমুখ।
বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। স্বাধীনচেতা এই মানুষটি ৭১ সালে শেখ মুজিবুর রহমানের আহবানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনে দিয়েছেন। স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। গড়ে তুলেছেন একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থানের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বিদেশে অর্থ পাচার না করে দেশের মাটিতে বিনিয়োগ করেছেন। আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলনা শাহ আলম গাজীপুরী।
Discussion about this post