নিজস্ব প্রতিবেদক: একই সময়ে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনগুলো।
রোববার (৯ জুলাই) নগরে একই সময় দুই প্রভাবশালী দল কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিকেল ৩টায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
এ সমাবেশস্থলের এক কিলোমিটার দূরে নগরের রেজিস্টারি মাঠে একই সময়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পাল্টা সমাবেশ করবে যুবলীগ। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার সুদীপ দাস বলেন, পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় আছে পুলিশ প্রশাসন। সমাবেশ কেন্দ্র করে নগরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে নিজেদের শক্তি জানান দিতে চাচ্ছে উভয়পক্ষ। কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহ নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে উভয় দলই।
রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূচি পালনে আয়োজকরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে শনিবার সংগঠনগুলো একাধিক কর্মসূচি পালন করেছে। এছাড়া প্রচুর জনসমাগম নিশ্চিত করতে উভয়পক্ষের নেতারা এখন তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
জানা গেছে, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল। তবে গতকাল রাতে এক বৈঠক থেকে যুবলীগ সমাবেশের স্থান পরিবর্তন করে নগরের রেজিস্টারি মাঠে নিয়ে যায়। এ স্থানটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশস্থলের অন্তত এক কিলোমিটার দূরে।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগের সমাবেশে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। কোর্ট পয়েন্ট এলাকাটি মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় এ সমাবেশের কারণে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হতো। তাই সমাবেশস্থল পরিবর্তন করে রেজিস্ট্রারি মাঠে নেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।
সমাবেশের সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক আয়োজনের বিষয়ে জানাতে শনিবার সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নগরের কুমারপাড়া এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে ‘দেশ বাঁচাতে’ তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন।
যুবদলের কেন্দ্রীয় এই সভাপতি বলেন, এর আগে আমরা দেশের অন্য জায়গায় যখন তারুণ্যের সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
আর ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবলীগও প্রস্তুতি বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে জরুরি বৈঠক করেছে যুবলীগ। সমাবেশ সফল করতে এ বৈঠক হয়েছে বলে যুবলীগ জানিয়েছে।
জরুরি বৈঠকে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post