নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল থানার কুদাব পশ্চিম পাড়া এলাকায় সিটির সড়কে সরু ব্রিজের পরিবর্তে প্রসস্থ ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ বলছেন ঠিকাদার মিঠু ব্রিজের পরিবর্তে কালবার্ট তৈরি করবেন।সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আমানউল্লাহ বলছেন এই প্রকল্পে কোন ব্রিজই নেই। সরু ব্রিজ ভেঙে চুঙি লাগানো হবে। অন্যদিকে লুৎফর রহমান শান্ত ও লুকো মিয়ারা কৃষি ডোবা জলাশয় কিনে বালি ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করে হাজারো পরিবারকে পানি বন্ধী করায় ওই এলাকার জণদূর্ভোগ চরমে আকার ধারণ করেছে।
শুক্রবার সকাল ১১ টায় নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের পানি বন্ধী প্রায় সহস্রাধিক জনতা স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকির নেতৃত্বে শতবর্ষী সরু ব্রিজের পরিবর্তে একটি নতুন প্রসস্থ ব্রিজ নির্মাণের দাবিতে ও জলাবদ্ধতা নিরসনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
খুবই সরু ওই ব্রিজের পূর্ব পাশের ডোবা জমি লুৎফর রহমান শান্ত নামে এক ব্যক্তি ক্রয় করে টিনের উঁচু বেড়া দিয়ে বালি ভরাট করে। সরু ব্রিজের পূর্ব পাশের গাইড ওয়াল তৈরি করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা পুরপুরিই বন্ধ হয়ে যায়। লাগাতার কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে আশেপাশের প্রায় হাজারো পরিবার পানিবন্ধী হয়ে পরে।
মানবন্ধনে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বলেন একটি প্রভাবশালী মহল সিটি করপোরেশনের কিছু অসাধু ঠিকাদারের সহযোগিতায় জলাশয়ে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে বালি ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করে কম দামে জমি ক্রয় করার পায়তারা করছে।ব্রিজ ভেঙে চুঙি লাগানোর চেষ্টা চলছে। ব্রিজের পরিবর্তে একটি ব্রিজ হোক আর পানিবন্ধী মানুষ মুক্তি পাক।জলাশয়ের কৃষি জমিতে লুৎফর ও লুকু মিয়াদের বালি ভরাট বন্ধ করতে সংশ্লিষ্ট বিভাগকে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।আর আমাদের দাবি ব্রিজের পরিবর্তে ব্রিজ চাই চুঙি নয়।
এবিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার ইঞ্জিনিয়ার আমানউল্লাহ আমান জানান, প্রকল্পে এখানে কোন ব্রিজই নেই।যারা বালি ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রতিরোধ করলে আমরা ব্রিজ করে দেব।গাজীপুর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবু হানিফ,বালি ভরাটকারী লুৎফর রহমান শান্ত ও লুকু মিয়াকে মোবাইল ফোনে না পেয়ে ক্ষুদে বার্তা দিয়েও কোন উত্তর মেলেনি।
Discussion about this post